সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে ২০তম দিনের আলোচনায় ঐকমত্য কমিশন; বিএনপির ওয়াকআউট

জাতীয় ঐক্যমত কমিশনের ২০তম দিনের আলোচনা শুরু হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব নিরীক্ষক ও নিরীক্ষণ এবং ন্যায়পালের নিয়োগ কার্যক্রম বিষয়ে। এই আলোচনায় দিনের শুরুতে বিএনপি অংশগ্রহণ করেনি; তারা ওয়াকআউট করেছে। সোমবার (২৮ জুলাই) বৈঠক শুরুর হওয়ার অল্পক্ষণের মধ্যেই 'কিছু সময়ের জন্য' ওয়াকআউট করে দলটি।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হয়।
বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে একটি রাজনৈতিক দলের প্রশ্নের জবাবে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, 'বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনবিষয়ক আলোচনার দিন সুস্পষ্টভাবে বলা হয়েছে, যেটা রেকর্ডে আছে, তারা অন্য প্রতিষ্ঠানগুলোর আলোচনায় থাকবে না। এই আলোচনায় তারা অংশগ্রহণ করবে না।'
তিনি আরও বলেন, 'একটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে তো আমরা আলোচনা বন্ধ রাখব না। এর আগেও অনেক দল কিছু সময়ের জন্য ওয়াকআউট ও বর্জন করেছিল, কিন্তু আমাদের আলোচনা অব্যাহত ছিল।'
আজকের আলোচনার বিষয়ে কমিশনের সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, 'আজও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হবে। এর বাইরে সময় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত অন্যান্য বিষয়ে আলোচনা হবে।'
বিএনপির ওয়াকআউটের কারণ
গত ২৫ জুন এক ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এই প্রস্তাবের সঙ্গে শর্তসাপেক্ষে একমত হয় বিএনপি। সেক্ষেত্রে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বা এ ধরনের কোনো কমিটি গঠনের বিধান সংবিধানে যুক্ত করা যাবে না বলে শর্ত দেয় দলটি।
সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, 'এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ প্রস্তাবে বিএনপি একমত। তবে সেক্ষেত্রে কোনো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থায় নিয়োগে কমিটি বা এ-জাতীয় ধারণার সঙ্গে বিএনপি একমত নয়। এ দুটো পরস্পর সম্পর্কিত বিষয়।'
এর মধ্যে গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ঘোষণা করে প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর দায়িত্বে থাকতে পারবেন, এ ব্যাপারে ঐক্যমত এসেছে।
সেইসাথে আজকে ২০তম দিনের আলোচনায় সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি এজেন্ডাভুক্ত ছিল। এরপর সালাহউদ্দীন আহমেদ কমিশনের এই এজেন্ডার আলোচনা ওয়াকআউট করেন।
এ সময় সালাহউদ্দীন বলেন, 'আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল: কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করা এবং সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় জটিলতা তৈরি হবে।'
এ সময় জাতির স্বার্থে বিএনপিকে এ আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।