জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি, আগামীকাল রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে: আলী রীয়াজ

জুলাই সনদের প্রাথমিক খসড়া লেখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
আজ রোববার (২৭ জুলাই) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের সংলাপ শুরু হওয়ার আগে তিনি এমনটা জানান।
আজকের বৈঠকে প্রথমে পুলিশ সংস্কার কমিশন, এরপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
আলী রীয়াজ বলেন, 'জুলাই সনদের একটি প্রাইমারি [প্রাথমিক] টেক্সট বা খসড়া তৈরি হয়েছে, যেটি আগামীকাল রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে।'
তিনি বলেন, 'আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না। কারণ এগুলো শব্দের ব্যাপার। বড় কোনো মৌলিক বিষয়ে আপত্তি উঠলে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনাদের [রাজনৈতিক দলগুলোর] মতামতের ওপর ভিত্তি করে খসড়া সনদকে চূড়ান্ত করা হবে।'
জুলাই সনদে সংস্কারের ঐকমত্য হওয়া ছাড়াও, পটভূমি, প্রক্রিয়া ও অঙ্গীকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি।
আলী রীয়াজ আরও বলেন, 'এখন পর্যন্ত ১০টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে, ৭টি বিষয়ে আলোচনা চলমান আছে এবং তিনটি বিষয়ে আলোচনা এখনও হয়নি। যার মধ্যে আজকে ২টি বিষয় অ্যাজেন্ডায় আছে।'
'এসমস্ত বিবেচনায় আমরা অনুরোধ করব যে, অত্যন্ত সুস্পষ্ট আলোচনা করে এই প্রক্রিয়া যেন সম্পন্ন করতে পারি', যোগ করেন তিনি।