চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে আজ বাড়ি ফিরছে মাইলস্টোন স্কুলের ২ শিক্ষার্থী

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী চিকিৎসা শেষে আজ বাড়ি ফিরছে। তারা হলো- আয়ান খান (১২) ও রাফসি আক্তার রাফিয়া (১২)।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন বলেন, প্রথমত দুঃখের সংবাদ হচ্ছে, গত ২৪ ঘণ্টায় আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম, আজ থেকে রিলিজ দেওয়া শুরু করব। এরই ধারাবাহিকতায় আজ আমরা দুই শিশুকে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দেব। আশা করছি আগামী সপ্তাহে আরও ১০ জনকে আমরা ছেড়ে দিতে পারব।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক নাসির উদ্দীন জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে ৩৬ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৯ জনের অবস্থা এখনো গুরুতর।
তিনি আরো জানান, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড কাজ করছে। আমাদের ৬টা ইউনিটের চিফের নেতৃত্বে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশি টিম তাদের সাপোর্ট করছে। ভারতে থেকে দুজন ডাক্তার ও দুজন নার্স, চায়না থেকে তিনজন ডাক্তার ও দুজন নার্স এসেছেন। সিঙ্গাপুর থেকে ৯ জন এসেছেন, তাদের মধ্যে তিনজন ডাক্তার, বাকিরা সাপোর্টিভ স্টাফ।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।