বার্ন ইনস্টিটিউটে ৪০ জন ভর্তি, পাঁচ জনের অবস্থা সংকটাপন্ন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে বর্তমানে ৪০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, 'বর্তমানে 'সিভিয়ার ক্যাটাগরি'তে ১০ জন রোগী চিকিৎসাধীন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রয়েছেন ১০ জন, যাদের মধ্যে ১৫ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।'
পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে জানিয়ে ডা. নাসির বলেন, 'আমরা আশা করছি, হয়তো আগামীকাল (শনিবার) ৪ থেকে ৫ জনকে ছুটি দিতে পারব।' তিনি জানান, আইসিইউতে একটি ভেন্টিলেশনে থাকা ৬ জন রোগীর মধ্যে ২ জন এখন নিজেরা নিঃশ্বাস নিতে পারছেন।
তিনি আরও বলেন, 'আজ আমরা দুজন বাচ্চাকে হারিয়েছি। তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইমানকে শরিয়তপুরে কবর দেওয়া হবে, সেখানকার সিভিল সার্জন ব্যবস্থা করবেন। মাফিনের বিষয়ে গাজীপুরের সিভিল সার্জনকে বলা হয়েছে।'
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এ পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩২ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে ইনস্টিটিউটের ভেতরে চিকিৎসাধীন অবস্থায়।