একদিনের মধ্যে পণ্য খালাস করার নির্দেশনা এনবিআর চেয়ারম্যানের

কাস্টমস-সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে একদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে দেশের সব কাস্টমস হাউজের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত রেভিনিউ মিটিংয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে কোনো কোনো আমদানিকৃত পণ্য খালাসে পাঁচ দিন থেকে শুরু করে ১০ দিন বা তারও বেশি সময় লেগে যায়।
এনবিআর থেকে গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশনা দেন চেয়ারম্যান। প্রয়োজনে পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) করার নির্দেশও দেওয়া হয়।'
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'যেসব কনসাইনমেন্ট খালাসে দেরি হচ্ছে, সেগুলোর প্রতিটিতে দেরির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে এবং এর ফলে কত পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে, তা নিয়মিতভাবে জাতীয় রাজস্ব বোর্ডে প্রতিবেদন আকারে পাঠাতে হবে।'
সভায় আরও বলা হয়, যেসব বন্ড লাইসেন্স আবেদন নিষ্পত্তিতে দেরি হচ্ছে এবং যেসব বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের নিরীক্ষা নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না, সেসব ক্ষেত্রেও নির্দিষ্ট কারণসহ প্রতিবেদন নিয়মিত এনবিআরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
একইভাবে, যেসব আমদানি-রপ্তানিকারকের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে (বিআইএন লক করা হয়েছে), তার সুনির্দিষ্ট কারণ এবং এর মাধ্যমে কত পরিমাণ কর ফাঁকি আদায় করা হয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদনও এনবিআরে নিয়মিত পাঠানোর জন্য বলা হয়েছে।
সভায় বিদায়ী অর্থবছরে দেশের কাস্টমস হাউজ ও ভ্যাট কমিশনারেটগুলোর রাজস্ব আহরণ পরিস্থিতি তুলে ধরা হয়। যেসব অফিস লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে, সেসব ক্ষেত্রে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জবাবদিহিতা চান।
এছাড়া, তিনি এনবিআরের সদস্যদের মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকির নির্দেশ দেন।
সভায় এনবিআর চেয়ারম্যান আমদানি-রপ্তানিতে ব্যবহৃত কাস্টমস সফটওয়্যার 'অ্যাসাইকুডা ওয়ার্ল্ড' নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের বিষয়টি তুলে ধরেন এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, 'চাহিদানুযায়ী সেবা দিতে না পারায় ব্যবসায়ীদের এই সফটওয়্যারের ওপর তীব্র আস্থাহীনতা তৈরি হয়েছে।'
চেয়ারম্যান আরও জানান, উন্নত দেশগুলোর মডেল অনুসরণ করে 'অ্যাসাইকুডা'র বিকল্প একটি আধুনিক সফটওয়্যার সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।