আন্দোলনে সম্পৃক্ততার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করলেন কর্মকর্তারা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তাদের একটি অংশ নিজেদের সম্পৃক্ততার জন্য ভুল স্বীকার করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৮ জুলাই) চেয়ারম্যানের সঙ্গে দেখা করা এসব কর্মকর্তাদের মধ্যে অপেক্ষাকৃত জুনিয়রদের সংখ্যাই বেশি ছিল।
এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, এই দুঃখপ্রকাশের মধ্য দিয়ে আন্দোলন ও পরবর্তী ঘটনাপ্রবাহ থেকে সৃষ্ট অস্বস্তিকর পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে এবং কর্মকর্তাদের মধ্যে কাজের আত্মবিশ্বাস ফিরে আসবে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সদস্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইনকাম ট্যাক্স ক্যাডারের কর্মকর্তারা চেয়ারম্যানের কাছে ব্যাচভিত্তিক ক্ষমা চেয়েছেন। এসব ব্যাচের মধ্যে মূলত ২৯ থেকে ৪০ ব্যাচের কর্মকর্তারা ছিলেন।'
তিনি আরও বলেন, 'এর ফলে মাঠপর্যায়ে কাজের পরিবেশ ও শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি।'
ওই সময়ে উপস্থিত আরেক কর্মকর্তা টিবিএসকে জানান, 'আয়কর বিভাগের প্রায় ৬০ জন কর্মকর্তা ব্যাচভিত্তিকভাবে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।'
ওই কর্মকর্তা আরও বলেন, 'চেয়ারম্যান তাদের বলেছেন, "আমার পক্ষে ক্ষমা করতে সমস্যা নেই। কিন্তু রাষ্ট্রীয় বিষয়ে ক্ষমা করা বা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নেই।"'
তবে এ বিষয়ে কথা বলার জন্য এনবিআর চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ছাড়া কর বিভাগের তিনজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা চেয়ারম্যানের কাছে যাওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।