১৩ জনকে কেবিনে স্থানান্তর, কারো রক্ত বা স্কিন ডোনেশনের প্রয়োজন নেই: বার্ন ইনস্টিটিউটের পরিচালক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাদের অনেককেই আগামী এক-দুই দিনের মধ্যে বাসায় পাঠানো যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দগ্ধদের কারো রক্তের প্রয়োজন নেই এবং স্কিন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ স্কিন মজুত থাকায় স্কিন ডোনেশনও নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, 'অনেকে আর্থিকভাবে সাহায্য করতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি, সরকার সব ধরনের আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছে। আমাদের এখন কোনো কিছুর প্রয়োজন নেই।'
সংবাদ সম্মেলনে ডা. নাসির উদ্দিন আরও জানান, বৃহস্পতিবার আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বর্তমানে ছয়জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। যারা বুধবার (২৩ জুলাই) সিভিয়ার অবস্থায় ছিলেন, সেই ১৩ জন এখনও একই অবস্থায় রয়েছেন। তবে তাদের অবস্থার উন্নতির বিষয়ে আশাবাদী চিকিৎসকরা।