উত্তরায় বিমান দুর্ঘটনার তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, ক্ষতিপূরণ চেয়ে রুল

উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ দুর্ঘটনায় অন্তত ৩১ জন শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তি নিহত হন এবং আরও অনেকেই আহত হন।
আজ (২২ জুলাই)বিচারপতি ফাহমিদা খাতুন ও বিচারপতি সৈয়দ জাহিদ হাসান মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন।
তদন্তের নির্দেশনার পাশাপাশি আদালত এক রুল জারি করে এই দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে না জানতে চেয়েছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার পর দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। দুর্ঘটনার সময় শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও পথচারীদের অনেকে হতাহত হন।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল রহমান, তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।
অ্যাডভোকেট আনিসুর রহমান রায়ান বিশ্বাসের দাখিল করা রিট আবেদনে দাবি জানানো হয়েছে, যতদিন না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততদিন ঘনবসতিপূর্ণ এলাকা; যেমন ঢাকা শহর—এসব জায়গায় ত্রুটিপূর্ণ বিমান বা সামরিক বিমান পরিচালনা নিষিদ্ধ করতে হবে।
আবেদনপত্রে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রেকর্ড প্রকাশ করতে হবে।
এছাড়া, আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে, দুর্ঘটনায় নিহত প্রত্যেক শিক্ষার্থীর জন্য ৫ কোটি টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তির জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।