ডিএনএ টেস্টে মাইলস্টোনে নিহত অজ্ঞাত পাঁচজনের পরিচয় শনাক্ত করলো সিআইডি

ডিএনএ টেস্টের মাধ্যমে গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ (২৪ জুলাই) সিআইডির মিডিয়া উইং থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, সিআইডির ফরেনসিক টিমের পরিচালিত ডিএনএ টেস্টের মাধ্যমে গুরুতরভাবে দগ্ধ মৃতদেহগুলোর পরিচয় সফলভাবে শনাক্ত করা হয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু।
এর আগে, ২২ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ থাকা ছয়টি অজ্ঞাত মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
মন্ত্রণালয় নিখোঁজদের খোঁজে থাকা পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি সদর দপ্তরে গিয়ে ডিএনএ ম্যাচিং প্রক্রিয়ায় সহায়তা করার আহ্বান জানিয়েছে।