বিগত এক দশকে বাংলাদেশে ১০টি প্রশিক্ষণ ও যুদ্ধবিমান দুর্ঘটনা

সোমবার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। দুর্ঘটনার কবলে পরে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
শিশুসহ দুর্ঘটনার মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আছড়ে পড়ে ওই স্কুল ভবনে।
গতকালের ঘটনা ছাড়াও গত এক দশকে বাংলাদেশে একাধিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়াসহ এফ-৭ যুদ্ধবিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে।
১. ২০২৫ সালের ১৩ মার্চ যশোরে গ্রোব-১২০টিপি বিমান দুর্ঘটনার কবলে
২০২৫ সালের ১৩ মার্চ যশোরে জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি গ্রোব-১২০টিপি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে বলে জানায় আইএসপিআর। নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা অক্ষত থাকেন।
২. ২০২৪ সালের ৯ মে চট্টগ্রামে ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান ভেঙে পড়ে
২০২৪ সালের ৯ মে চট্টগ্রামে ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে; কো-পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ পরবর্তী সময়ে মারা যান। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এসময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। একপর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।
৩. ২০২৩ সালের ১৫ অক্টোবর বগুড়ায় পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার
২০২৩ সালের ১৫ অক্টোবর বগুড়ায় একটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হলেও পাইলটরা অক্ষত ছিলেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে বিমানের দুজন পাইলট সুস্থভাবে অবতরণ করেন।
৪. ২০১৮ সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত এফ-৭ বিজি
২০১৮ সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমানবাহিনীর এফ-৭ বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হন।
৫. ২০১৫ সালের জুনে এফ-৭ যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত
২০১৫ সালের জুনে এফ-৭ এমবি ৪১৬ মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রামে বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয়ে পাইলট তাহমিদ রুম্মান নিখোঁজ হন । এটি বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর যুদ্ধবিমানটি পতেঙ্গা সৈকতের প্রায় ৬ নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়।
৬. ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি যশোরের মাহিদিয়ায় পিটি-৬ বিমান ধানখেতে জরুরি অবতরণ
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি তারিখে যশোর জেলার সদর উপজেলার মাহিদিয়া গ্রামের একটি ধানক্ষেতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পিটি-৬ প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছিল। বিমানটি বিধ্বস্ত হয়নি এবং উভয় পাইলট অক্ষত ছিলেন।
৭. ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর পতেঙ্গায় কর্ণফুলী নদীতে যুদ্ধবিমান ভেঙে পড়ে
২০১২ সালের ২৩ সেপ্টেম্বর পতেঙ্গায় কর্ণফুলী নদীতে আরেকটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। তবে এতে বিমানটির পাইলট রক্ষা পান।
৮. ২০১১ সালের ১০ অক্টোবর শাহ আমানত বিমানবন্দরে যুদ্ধবিমান বিধ্বস্ত
২০১১ সালের ১০ অক্টোবর শাহ আমানত বিমানবন্দরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সে সময় ফ্লাইট লেফটেন্যান্ট মুনতাসিন বিমান থেকে বের হতে সক্ষম হন এবং রক্ষা পান।।
৯. ২০১০ সালের ২০ ডিসেম্বর বরিশালের আকাশে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
২০১০ সালের ২০ ডিসেম্বর বরিশালের আকাশে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে দুইজন স্কোয়াড্রন লিডার নিহত হন। বরিশাল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১০. ২০০৮ সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলে এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
২০০৮ সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলটসহ বিধ্বস্ত হয় একটি এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে পাইলট স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান নিহত হন । দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য কারিগরি ত্রুটির কথা জানানো হয়।