বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৪৪ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে রয়েছেন।
বুধবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৪ টায় এক প্রেস ব্রিফিংয়ে এসমব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন।
তিনি জানান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের তিন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৮ জন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডেয়েট অবস্থা রয়েছে।
ডা. মো. নাসির উদ্দিন বলেন, বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি আছে। আজ সিঙ্গাপুরের চিকিৎসকের সাথে আমরা বসেছিলাম। আমরা আমাদের ডিসিশন শেয়ার করেছি, তিনিও তার মতামত শেয়ার করেছেন। আমরা প্রত্যেকটি পেশেন্টের ইন্ডিভিজুয়ালি তথ্য নিয়ে আলোচনা করেছি। কি রকম ওষুধ দেওয়া হবে, কারো অপারেশন হবে কি না, ড্রেসিং চেঞ্জ সব বিষয় আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বার্নের ম্যানেজমেন্ট ডায়নামিক প্রসেস। ঘন্টায় ঘণ্টায় ডিসিশন চেঞ্জ হয়। শিশু ও বৃদ্ধরা ভার্নারেবল। শিশুদের জন্য যেটা প্রযোজ্য তার ওপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ১২ ঘন্টা পর পর রোগীদের অ্যাসেস করা হবে।
এখন পর্যন্ত ওষুধ ও চিকিৎসা উপকরণের কোনো সংকট নেই বলেও জানান তিনি।
ভারত থেকে চিকিৎসক আনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেখভাল করছেন। আমাদের দেশের যেসব চিকিৎসক বাইরে আছে তারাও আমাদের পরামর্শ দিচ্ছেন। আমরা সবার পরামর্শ নিচ্ছি। বাচ্চাদের বিষয় কোনো ইগোস্টিক বিষয় নাই। যে কারো পরামর্শ নিয়ে যদি বাচ্চারা ভালো হয় আমরা পরামর্শ নিবো।
এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১১ জন মারা গেছেন বলেন জানান পরিচালক।