জামায়াত আমিরের অসুস্থতার খোঁজ নিলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ (২০ জুলাই) ফোন করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
বিষয়টি উল্লেখ করে শফিকুর রহমান আজ একটি ফেসবুক পোস্টে জানান, অসুস্থতার খবর জানার পর সেনাপ্রধান ফোনে তার খোঁজখবর নেন এবং প্রয়োজনে চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
এ সময় তিনি সেনাপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদও জানান।
গত শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চেই হঠাৎ পড়ে যান। দলের নেতাকর্মীরা তাকে দ্রুত উঠে দাঁড়াতে সহায়তা করেন।
এরপর জনসভায় থাকা মানুষের উদ্দেশে তিনি আবার বক্তব্য শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবারও পড়ে যান।
পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে তিনি বসে থেকে বক্তৃতা প্রদান করেন।