বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী শহীদুলের কারাদণ্ড

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মু. শহীদুল আলমের (৬৭) বিরুদ্ধ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পৃথক দুই ধারায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডের পাশাপাশি তাকে আরও ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উভয় ধারার সাজা একসাথে চলবে বিধায় তাকে তিন বছর কারাভোগ করতে হবে।
রায়ে আসামির অপরাধলব্ধ আয় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত। এছাড়া, এ মামলায় গ্রেপ্তারের হয়ে আসামির ইতোপূর্বে জেল হাজতে আটক থাকাকালীন সময় সাজার মেয়াদ হতে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
মামলায় শহীদুল আলম সম্পদের তথ্য বিবরণীতে জ্ঞাত আয় বহির্ভূত ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
ওই ঘটনায় ২০১৭ সালের ২৫ অক্টোবর দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইয়া বাদী হয়ে রমনা থানায় শহীদুল আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
২০১৯ সালের ২৫ জুন মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।