ইঞ্জিন ক্রয়ে ৩২২ কোটি টাকার লোকসান, রেলওয়ের সাবেক ডিজিসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ রেলওয়ের ১০টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারের ৩২২ কোটি টাকার ক্ষতির অভিযোগে সাবেক মহাপরিচালকসহ রেলওয়ের তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিজেদের এবং অন্যদের লাভবান করার উদ্দেশ্যে ইঞ্জিন ক্রয়ের ক্ষেত্রে চুক্তি ও টেন্ডারের স্পেসিফিকেশন পরিবর্তন করেন।
আরও বলা হয়, অভিযুক্তরা প্রি-শিপমেন্ট ইন্সপেকশন [আমদানি-পূর্ব পর্যবেক্ষণ] ছাড়াই নিম্নমানের ইঞ্জিন গ্রহণ করেন এবং চুক্তির শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও সেগুলো যথাযথ দেখিয়ে ১ কোটি ৩৬ লাখ টাকার বেশি আত্মসাৎ করেন। এর ফলে সরকারের ৩২২ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার টাকার ক্ষতি হয়।
মামলার আসামিরা হলেন— শামসুজ্জামান, রেলওয়ের সাবেক মহাপরিচালক, মফুরুল আলম চৌধুরী, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (আরএস), এবং মোহাম্মদ হাসান মনসুর, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (ডেভেলপমেন্ট)।
দুদক জানিয়েছে, তদন্তকালে অন্য কোনো ব্যক্তি বা সম্পদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটিও আইনের আওতায় আনা হবে।