জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে ‘২৪-এর রঙে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো '২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন' প্রতিযোগিতা। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন নির্বাচিত স্থান ও দেওয়ালে চলেছে এই শিল্প কর্মসূচি।
জেলার সব উপজেলা থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা এ পর্বে অংশ নেয়। তারা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে এই ধাপে উত্তীর্ণ হয়। ষষ্ঠ থেকে দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দুটি আলাদা বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
দেওয়ালে আঁকা চিত্রগুলোতে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান, জনতার অংশগ্রহণ, প্রতিবাদ, প্রতিরোধ ও আশা-আকাঙ্ক্ষার মুহূর্ত। নানা স্লোগান ও মুখাবয়বে ফুটে উঠেছে সময়ের ভাষ্য।
পটিয়া থেকে অংশ নেওয়া শিক্ষার্থী ফাহিমা আক্তার বলেন, "আমরা শুধু ছবি আঁকিনি, আমরা বলতে চেয়েছি—এই সময়টা আমাদের কেমনভাবে নাড়া দিয়েছে।"
সরকারি আলাওল ডিগ্রি কলেজের প্রভাষক দেলোয়ার হোসাইন বলেন, "শিক্ষার্থীরা শুধু দেওয়ালে ছবি আঁকেনি, তারা সময়ের ইতিহাস ফুটিয়ে তুলেছে। এটি তাদের শিল্পচর্চা ও সামাজিক চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে।"
প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে দুই বিভাগেই শীর্ষস্থান অধিকারকারীদের নাম ঘোষণা করা হয়। তারা আগামীতে বিভাগীয় পর্বে অংশ নেবে, আর বিভাগীয় বিজয়ীরা অংশ নেবে জাতীয় পর্যায়ের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা জনচেতনা ও তার শিল্পভাষ্য তুলে ধরা। এ উপলক্ষে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করে আয়োজন বাস্তবায়ন করা হয়।