জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর সহিংস হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০৩ শিক্ষার্থীকে শোকজ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় বেআইনী ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদেরকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে, নইলে কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্যসচিব সাইফুদ্দীন আহমেদের ২ নভেম্বর তারিখের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন সাপেক্ষে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ঘটনাটি অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় ১২৮ জনসহ সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্য দিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিতভাবে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে।
