গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে নতুন করে কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বাড়িয়েছে জেলা প্রশাসন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ কারফিউ জারি করেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ ও গণমাধ্যমকর্মীরা কারফিউর আওতামুক্ত থাকবেন।
গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিতে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের পর ওই রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। এরপর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।