৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে সারাদেশে তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকার ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে এবং দিনটি সরকারি ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ আগস্ট মঙ্গলবার সরকারি ছুটির দিন হিসেবে ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয়। দীর্ঘদিনের দমন-পীড়ন, ভোট কারচুপি, লুটপাট ও স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে দলটি ক্ষমতা হারায়। দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।