সংসদে ১০০ নারী আসনে সরাসরি নির্বাচন বাস্তবসম্মত নয়: সালাহউদ্দিন

সংসদে নারীদের জন্য সংরক্ষিত ১০০টি আসনে নির্বাচন এখনো বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, 'আলাদা ১০০টি আসন তৈরি ও তা বাস্তবায়নের বিষয়টি বর্তমানে বাস্তবসম্মত না হওয়ায় বিএনপি সংরক্ষিত আসনে বিদ্যমান নির্বাচনী প্রক্রিয়াকেই সমর্থন করে।'
রোববার (১৪ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৩তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, 'বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই তাদের কাঠামোর মধ্যে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে সাধারণ আসনে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী দেওয়ার দাবি এখনো বাস্তবসম্মত নয়।'
তিনি বলেন, 'নারীর সরাসরি নির্বাচন একসময় বাস্তবতা হয়ে উঠবে। সেই সময় আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং এ লক্ষ্যে কাজ করে যেতে হবে।'
উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে ক্ষমতা, কার্যাবলি ও নির্বাচনী পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপি উচ্চকক্ষ গঠনের জন্য নিম্নকক্ষে দলের আসনের অনুপাতে প্রতিনিধিত্বের প্রস্তাব দিলেও এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি বলে জানান সালাহউদ্দিন।
প্রস্তাবিত কাঠামোতে উচ্চকক্ষ দুর্বল হয়ে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বিএনপিই প্রথম দেয়। এখনো এটি গঠিতই হয়নি, তাই শক্তিশালী হবে না দুর্বল—এ নিয়ে বিতর্কের কোনো প্রাসঙ্গিকতা নেই।'
জাতীয় ঐকমত্য কমিশনের একটি প্রস্তাবের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, '৬৪ জেলা ও ১২ সিটি করপোরেশনের প্রতিনিধিদের নিয়ে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবটি আমার কাছে বেশ অদ্ভুত ও অপ্রয়োজনীয় মনে হয়েছে।'
সরাসরি নির্বাচনের মাধ্যমে ৬৪ জেলা ও ১২ সিটি করপোরেশন থেকে প্রতিনিধি নির্বাচনের প্রস্তাবকে 'জেলা পরিষদ বা প্রাদেশিক ব্যবস্থার মত' উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এককেন্দ্রিক সরকার কাঠামো অনুসরণ করে। এ ধরনের আলাদা নির্বাচনের মাধ্যমে ৭৬ সদস্যের উচ্চকক্ষ তৈরি করা উপযুক্ত বা প্রয়োজনীয় নয়।