বাংলাদেশই বিএনপির স্থায়ী ঠিকানা: মির্জা আব্বাস

'আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে'- এমন স্লোগানের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশই আমাদের স্থায়ী ঠিকানা।
সোমবার (১৪ জুলাই) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিডফোর্ড হাসপাতালে সমানের ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, 'যেই ছেলেকে হত্যা করা হলো সেই ছেলে ও তার পরিবারের সদস্যরা বিএনপির সমর্থক।'
এই ঘটনা সহ্য করার মত নয় উল্লেখ করে তিনি বলেন, 'আমরা বাংলাদেশে এই ঘটনার পুনরবৃত্তি কখনো দেখতে চাই না। ঘটনা ঘটলো কী? আর এর থেকে ফায়দা নেবার চেষ্টা করতেছে কারা? এটা একটু আপনাদের ভাবতে হবে।'
তিনি আরও বলেন, 'একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোন নড়াচড়া নাই কোন কাঁপুনি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় "তৈরি করা ভিডিও"।'
মির্জা আব্বাস বলেন, এই ঘটনার সঙ্গে বাস্তব এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই। আমি দেখাতে পারবো মাহিম নামের একটা ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে এনসিপি নেতাদের ছবি আছে। কিন্তু বিএনপির উপরে দায় দেওয়ার চেষ্টা করছে।'
বিএনপিকে জনপ্রিয় দল উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি ক্ষমতায় আসবে এই ভেবে বিএনপির বিরুদ্ধে এসব করছে। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে জনগণ ভালোবাসে। এই দলকে এত সহজে জনগণের মন থেকে উপড়ে ফেলা যাবে না।'
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন অপপ্রচার এবং মিডফোর্ড ও সারাদেশে নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে মিছিল করে দলটি। নয়াপল্টন-কাকরাইল-মৎসভবন হয়ে জাতীয় প্রেসক্লাব গিয়ে শেষ হয় মিছিল।