যশোরে ‘কেন্দ্রের ভুলে’ সব শিক্ষার্থী রসায়নে অকৃতকার্য, সংশোধিত ফলে অনেকেই পেল জিপিএ–৫

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীই রসায়নে অকৃতকার্য হয়েছিল।
আজ রোববার (১৩ জুলাই) নতুন করে তাদের ফলাফল প্রকাশ করা হয়। দেখা যায় এসব শিক্ষার্থী শুধু উত্তীর্ণই হয়নি; অনেকে এমনকি জিপিএ–৫ পেয়েছে।
জানা যায়, ওই 'কেন্দ্রের ভুলের কারণে' বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। পরে কেন্দ্রসচিব মো. খানজাহান আলী সংশোধিত ফলাফলের জন্য শিক্ষা বোর্ডে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে নতুন করে এসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়।
ওই কেন্দ্র থেকে এবার ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়।
বিদ্যালয়টির শিক্ষকেরা দেখেন, সবাই রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্রসচিব মো. খানজাহান আলীর কাছে জানতে চাইলে তিনি ফল সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।
কেন্দ্রসচিব খানজাহান আলী জানান, বিজ্ঞান বিভাগের সবার রসায়নে ফেল করার কারণ তারা বুঝতে পারেননি। ফলাফল সংশোধনের আবেদন করার পর তিনিদিন পর আজ রোববার শিক্ষাবোর্ড গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন গণমাধ্যমকে জানান, কেন্দ্র থেকে ৪৮ শিক্ষার্থীর রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় তাদের ফলাফল অসম্পূর্ণ ছিল। তাই রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়।
তিনি আরও বলেন, কেন্দ্রের ভুলে এ ঘটনা ঘটে। তাদের ফলাফল আজ সংশোধন করে দেওয়া হয়েছে।
দায়িত্বে অবহেলা বা কেন্দ্রের এই ভুলের জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।