বনানীতে সড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে ও রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশার একদল চালক। এতে করে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির অন্তর্ভুক্ত চালকরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে সাড়ে ১২টার দিকে তারা সড়কে বসে পড়লে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর আড়াইটার দিকে সোসাইটির সভাপতি মো. জুয়েল বলেন, 'আমরা সকাল ১০টা থেকে এখানে অবস্থান করছি। ঢাকা জেলার ২ থেকে ৩ হাজার সিএনজি মহানগরে চালানোর অনুমতি চেয়ে বারবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু বিআরটিএ বারবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিআরটিএর কোনো কর্মকর্তাকে অফিস থেকে বের হতে দেব না।'
এ বিষয়ে মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার বলেন, 'সিএনজি চালকরা কিছুদিন আগেও আন্দোলন করেছিল। আজও তারা সকাল থেকে আন্দোলন করছে। তাদের অবরোধের কারণে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।'
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বলপ্রয়োগ করে চালকদের সড়ক থেকে সরিয়ে দেয়।