৩২ ঘণ্টা অবরোধ: ‘ভুয়া’ আখ্যা দিয়ে শাহবাগ অবরোধকারীদের তুলে দিলো ‘প্রকৃত জুলাই যোদ্ধা’রা

জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে টানা ৩২ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ করে রাখা 'জুলাই যোদ্ধা সংসদ' নামের একটি প্লাটফর্মের সদস্যদের 'ভুয়া' আখ্যা দিয়ে শাহবাগ থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে জুলাইযোদ্ধাদের আরেকটি দল। তাদের দাবি তারাই 'প্রকৃত জুলাই যোদ্ধা'।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জুলাই অভ্যুত্থানে আহতদের একটি দল পিজি হাসপাতাল থেকে এসে শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রথমে দুই পক্ষের মধ্যে হালকা সংঘর্ষ হলেও কিছু সময়ের মধ্যেই অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৭ টা ৫০ মিনিট) শাহবাগ এলাকায় কোনো পক্ষের অবস্থান নেই। ৩২ ঘন্টা পর শাহবাগ মোড়ের উভয়পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শাহবাগ অবরোধকারী 'জুলাই যোদ্ধা সংসদ'-এর মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'আমাদের ওপর পুলিশ আর আহতদের আরেকটি দল একসঙ্গে হামলা করেছে। আমাদের পাঁচজন আহত হয়েছে। আমরা রাজু ভাস্কর্যে জড়ো হয়েছি এখন। সাড়ে আটটায় সংবাদ সম্মেলনে করে আমাদের পরবর্তী কর্মসূচি জানাব।'
এদিকে 'প্রকৃত জুলাই যোদ্ধা' দাবি করে এক ব্যক্তি বলেন, 'সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণ করেছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরও ক্ষোভ জন্মাচ্ছে।'
তিনি আরও বলেন, 'তাদেরকে গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখেনি।'
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'জুলাই যোদ্ধা' নামে এক গ্রুপ তিনদিকের রাস্তা বন্ধ করে আন্দোলন করছিল। পরে শাহবাগ পিজি হাসপাতালসহ বিভিন্ন জায়গা থেকে 'জুলাই যোদ্ধা' নামে আরেক গ্রুপ আসে। তারা দাবি করে তারেই 'প্রকৃত জুলাই যোদ্ধা'। তারা আসাতে অবরোধকারী গ্রুপ চলে গেছে। এখন রাস্তা স্বাভাবিক, গাড়ি চলাচল করছে।'