জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ; যানজট, ভোগান্তি

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে 'জুলাই যোদ্ধা' ব্যানারে একদল আন্দোলনকারী আজ (৩১ জুলাই) ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে।
এর ফলে কারওয়ান বাজার ও ফার্মগেটসহ আশেপাশের এলাকাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শাহবাগ জোনের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল আলম সুমন বলেন, আন্দোলনকারীরা সকাল ১০টা থেকে মোড়টি অবরোধ করে রেখেছেন; তারা এখনও সড়কেই অবস্থান করছে।
বেলা ১২টা ৩০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। এতে ঢাকার অন্যতম ব্যস্ত এই মোড়ে যান চলাচল ও জনচলাচলে ব্যাপক বিঘ্ন ও ভোগান্তি ঘটে।
বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যান। এ সময় তারা 'রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে, 'জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না', 'অন্তবর্তী সরকার, জুলাই সনদ দরকার, 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ নানা স্লোগান দেন।

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান; শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নে'য়া, আহতদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রের বহন করা; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন; শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।