দুদকের মামলায় অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, 'ধানমণ্ডি এলাকা থেকে প্রায় এক ঘণ্টা আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।' দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ড. আবুল বারকাত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।