গণভবন জয় করেছি, এবার সংসদ ভবন জয় করব: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য বাংলাদেশের পুর্নগঠন। ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি, এবার সংসদ ভবন জয় করব।
জুলাই পদযাত্রা উপলক্ষে রোববার রাতে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, 'আগামী নির্বাচনে আমরা সংসদ ভবনে তারুণ্যের অভূতপূর্ব বিজয় উদযাপন করব। কিন্তু তার আগে কথা আছে। নির্বাচনের আগে সংস্কারের সুরাহা হতে হবে, বিচারের সুরাহা হতে হবে। গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই।'
তিনি বলেন, 'বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে।'
তিনি বলেন, 'যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, যারা জুলাইকে আইনি ভিত্তি দিতে চায় না, তারা মুজিববাদকে ফেরার পথ করে দিতে চায়, তারা মুজিববাদের নতুন পাহারাদার।'
নাহিদ আরও বলেন, 'একটি নতুন গণতান্ত্রিক স্বাধীন দেশ গড়ে তোলার জন্য সংস্কার, গণহত্যাকারীদের বিচার, জুলাই সনদ ঘোষণা না করে কোনো নির্বাচন হতে পারে না।'
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।