খুলনায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩
খুলনায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে জেলার সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য কয়েক দিন আগে তিনি কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের বাড়িতে আসেন। সোমবার দুপুরে অভিযুক্ত তিনজন ওই বাড়িতে প্রবেশ করেন। তারা নিজেদের এনসিপি নেতা পরিচয় দিয়ে দাবি করেন যে, ওই বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপন করে আছেন। এই অজুহাতে তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরিস্থিতি বুঝে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে এনসিপির জেলা পর্যায়ের সদস্য বলে দাবি করেছেন। তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।'
ওসি আরও জানান, বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
