ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই, তবে জামায়াত যেনতেন নির্বাচন চায় না: ডা. তাহের

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে তারা যেনতেন নির্বাচন চান না।
রোববার (৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) আয়োজিত 'জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য' শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের দলের কোনো আপত্তি নেই। কিন্তু যেনতেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী।'
জামায়াতের এই নায়েবে আমির বলেন, যেনতেন নির্বাচন চাই না মানে নির্বাচন চাই না- বিষয়টা এমন নয়। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেনতেন নির্বাচন যদি কেউ চান, আমরা তাদেরও চাই না। কারণ এমন নির্বাচন যারা করেছিল তাদের আমরা বিতাড়িত করেছি।
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, আমাদের মাঝে মতানৈক্য থাকবেই। আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচনের বদলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, এটা আমাদের দলীয় এজেন্ডা। এর মানে নির্বাচন বানচাল নয়। অন্যদের এজেন্ডা আছে। সুতরাং প্রতিটি দলের এজেন্ডায় পার্থক্য হলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন চাচ্ছে না—এগুলো বলাটাই আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে।'