‘এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, গত ১৭ বছরের ক্রোধ’: মব ইস্যুতে অ্যাটর্নি জেনারেল

মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, 'মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের অবিচারের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ। এ ক্রোধ প্রত্যাশা করি না। এ ক্রোধ বন্ধ করতে হবে। এটা জুলাই চেতনা বিরোধী। মব সন্ত্রাস জুলাইয়ের সব অর্জকে ম্লান করতে পারে।'
আজ শনিবার (৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, 'জুলাই বিপ্লব কোনো নাগরিক সমাজের ব্যানারে হয়নি, নাগরিকদের পক্ষ থেকে হয়েছে। সরকার ও নাগরিকের দ্বন্দ্ব নিরসন করতে হবে। সরকারকে বুঝতে হবে নাগরিক কী চায়।'
নাগরিক সমাজকে নাগরিকের কথা বলতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'দলের বা গোষ্ঠীর কথা বললে হবে না। তবেই নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হবে। নাগরিক সমাজকে দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। তা না হলে নাগরিকের আশা-আকাঙ্খা তারা ধারণ করতে পারবেন না।'
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, 'ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না।'
আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে কোনো অনৈক্য নেই বলেও জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, 'আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তা আমার কাছে স্থায়ীই মনে হয়।'
মো. আসাদুজ্জামান বলেন, 'সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই। লেখা যেতেই পারে। তবে এ সংবিধান (বাংলাদেশের) পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধানের একটি।'
হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করার ক্ষেত্রে ঐকমত্য কনিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।