জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের নামের গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আরও ১০ শহীদের নাম গেজেটভুক্ত করেছে সরকার। সোমবার (৩০ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
এর আগে, গত ১৫ জানুয়ারি অভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। নতুন ১০ জনের নাম যুক্ত হওয়ায় এখন মোট ৮৪৪ জন শহীদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হলো। গেজেটে শহীদদের নামের পাশাপাশি গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগও উল্লেখ করা হয়েছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার তাদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া ও পুনর্বাসনে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা গত বছরের জুলাই মাসে আন্দোলনে নামে। আন্দোলন তীব্র রূপ নিলে সরকার ২৩ জুলাই কোটা সংস্কার করে ৭ শতাংশ পদে কোটা এবং ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে। তবে শিক্ষার্থীরা তখন আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দেয় এবং গত বছরের ৫ আগস্ট সরকারের পতন ঘটে।