যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফিরতি হজ ফ্লাইট, ২ ঘণ্টা বন্ধ ছিল চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে

মদীনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে।
মদীনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি১৩৮ শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে।
এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। এ সময় চট্টগ্রাম বিমানবন্দর থেকে আভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামাও বন্ধ ছিল বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্রগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। বর্তমানে রানওয়ে স্বাভাবিকভাবে সচল রয়েছে।"
তিনি আরও বলেন, "রানওয়ে বন্ধ থাকাকালীন আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কোনো কোন ফ্লাইট ওঠানামায় বিলম্ব হয়েছে সেটি তথ্য পরবর্তীতে জানাতে পারবো।"