এনসিপির টেকনাফ-তেঁতুলিয়া সফরের প্রশংসায় মুখর প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টেকনাফ-তেঁতুলিয়া সফরের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি আজ (৪ জুলাই) তার ভ্যারিফায়েড ফেসবুক একাউন্টে লেখেন, 'আমি যদি একজন সাংবাদিক হতাম, বিশেষ করে ফ্রিল্যান্স রিপোর্টার, তাহলে এই সফরে এনসিপি নেতাদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ আমি হাতছাড়া করতাম না। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; ধীরে ধীরে এটি বাংলাদেশের ভবিষ্যতকে নতুনভাবে নির্মাণের এক সম্ভাব্য রাজনৈতিক শুরুর দিক হয়ে উঠছে।'
প্রেস সচিব উল্লেখ করেন, এক বছর আগেই তরুণ এক্টিভিস্টদের নেতৃত্বে এক 'নির্মম স্বৈরশাসক'কে ক্ষমতাচ্যুত হন। এখন সেই তরুণরাই দেশব্যাপী পদযাত্রায় নেমেছেন। এর মূল লক্ষ্য জনভিত্তি গড়ে তুলে নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
তিনি মনে করিয়ে দেন, কয়েক মাস আগে এই তরুণ নেতাদের দেখে মনে হয়েছিল যেন তাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে। কিছু নেতার বিরুদ্ধে উঠেছিল কেলেঙ্কারির অভিযোগ। তারাই এখন আবার এই সফরের মধ্য দিয়ে নতুন উদ্যমে মাঠে নেমেছেন। তাদের মিশন এখন অনেক বড় এবং প্রত্যাশার পারদ আকাশছোঁয়া।
সফর চলাকালে শহর থেকে গ্রাম—প্রতিটি জায়গায় তরুণদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো বলে মন্তব্য করেন তিনি। 'হাজার হাজার' তরুণ-তরুণীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, 'তারা কি আদৌ এত সমর্থন আদায় করতে পারবে যে বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো প্রভাবশালী দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারবে? প্রবীণ প্রজন্মের অবস্থানই বা কী? তারা কি নিস্ক্রিয়, নাকি ইতোমধ্যে পক্ষ বেছে নিয়েছেন?'
এই সফরকে তিনি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটি পরীক্ষার ক্ষেত্র বলে বর্ণনা করেন। তার মতে, এই তরুণ নেতারা যদি মানুষের বিপুল সমাগম ঘটাতে থাকেন, তাহলে এক পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোরও দৃষ্টি আকৃষ্ট হতে পারে। 'হয়তো কোনও বিদেশি সাংবাদিকও সফরে যোগ দেবেন,' বলেন তিনি।
তিনি মনে করেন, মাঠের স্থানীয় সাংবাদিকদের জন্য, এটি জীবনের এক অবিস্মরণীয় গল্প। এই আন্দোলনের স্বপ্ন, চ্যালেঞ্জ ও রূপান্তরগুলো নথিভুক্ত করাটাই এখন মূল কাজ।
প্রেস সচিব আরও উল্লেখ করেন, ফেসবুক বা 'এক্স'-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত রিপোর্ট ও ব্যক্তিগত পর্যবেক্ষণ শেয়ার করার মধ্য দিয়ে এই সময়কে ধারণ করা সম্ভব। 'আপনাদের প্রতিবেদন হতে পারে বাংলাদেশের নতুন রাজনৈতিক ভোরের দিকে যাত্রার প্রামাণ্য দলিল। যুক্ত হন, রিপোর্ট করুন এবং এই রূপান্তরময় অধ্যায়ের অংশ হয়ে উঠুন।'
উল্লেখ্য, এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আগামী ১ জুলাই থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থান-এর বর্ষপূর্তি উদযাপন করবো। এর অংশ হিসেবে ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কর্মসূচি চলবে।'