পরবর্তী সংসদের হাতে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরবর্তী সংসদের হাতে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কমিশন সংস্কার বাস্তবায়নে পরবর্তী সংসদের প্রতি পক্ষপাত দেখাচ্ছে বলেও অভিযোগ করেন আখতার হোসেন। তার দাবি, সংস্কার বাস্তবায়ন করতে হবে গণপরিষদ নির্বাচন করে, সেখানে নতুন সংবিধান প্রণয়ন করে।
আখতার হোসেন বলেন, 'আজকের আলোচনায় সংস্কারের বিষয়টি পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এনসিপি মনে করে, সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখি। পরবর্তী সংসদের হাতে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার পক্ষপাতি আমরা নই।'
তিনি আরো বলেন, এই সংস্কার বাস্তবায়নে কমিশন যদি বারবার পরবর্তী সংসদের কথা বলে, তাহলে এসব আলোচনা ব্যর্থ হবে। এজন্য আমাদের দাবি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। গণপরিষদে বিস্তারিত আলোচনা করে সংস্কারের রূপরেখা অনুযায়ী নতুন সংবিধান প্রণয়ন করে সংস্কার বাস্তবায়ন করতে হবে।
আখতার হোসেন বলেন, জুলাই সনদকে নিছক একটি দলিল হিসেবে উপস্থাপনের যে চিন্তা অনেকে প্রকাশ করেছেন, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করি। আমরা মনে করি জুলাই সনদের মধ্যে দিয়ে সংস্কারের যে রূপরেখা তৈরি হবে, সেটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নির্ধারণ করবে। সামনে বাংলাদেশের কাঠামো নির্ধারণ করবে।
জরুরি অবস্থায ভিসা প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এনসিপি মনে করে জরুরি অবস্থার সংশোধন কোন দিকে হবে, তার একটা ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। যাতে জরুরি অবস্থার সময়টাতে কারো ভিসা প্রাপ্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। একইসাথে মৌলিক অধিকার মানবাধিকারের কোন কোন বিষয়টি জরুরি অবস্থার মধ্যে কার্যকর থাকবে, সেটার জন্য বিস্তারিত আলোচনার দরকার আছে।