তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা অবাস্তব: সালাহউদ্দিন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা অবাস্তব প্রস্তাবনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন উদ্দিন আহমেদ।
আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক তিনি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনের মেয়াদ তো একেক সময়ে একেকটা শেষ হয়। কখনো ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা কিংবা সিটি করপোরেশন। তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হলে তো তাদের ৫ বছর থাকতে হবে। এসব অবাস্তব প্রস্তাবনা।'
সালাহউদ্দিন বলেন, আদমশুমারির পরে নির্দিষ্ট সময়ের জন্য সীমানা নির্ধারণ নিয়ে সংবিধানে বিশেষ বিধান করে একটি বিশেষজ্ঞ কমিটির কথা বলেছি। সবাই একমত হয়েছে। আজ ভালো অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, 'আমরা এ পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করেছি। গত ৩ তারিখের আলোচনার পর থেকে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ থেকে স্থায়ী কমিটি গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আমরাই নিজস্ব উদ্যোগে বলেছি জীবদ্দশায় কত বছর থাকতে পারবে। আমরাই সহযোগিতা করেছি। একটি ব্যালেন্সড সরকারের স্বার্থে, যেন ফ্যাসিস্ট উৎপাদন না হয়, সেজন্য মত দেওয়া হয়েছে।'
তিনি আরো বলেন, 'রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও আমরা আপিল বিভাগের বিচারপতিদের কথা বলেছি। আমরা চয়েজ রাখার কথা বলেছি। একটি দল বাদে সবাই একমত হয়েছে।'
'সংবিধান সংস্কার কমিশনের ১৩৪টি প্রস্তাবনার বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছি, অনেক বিষয়ে একমত হয়েছি। ন্যায়পাল গঠনের বিষয়েও আমরা বলেছি শক্তিশালী ন্যায়পাল গঠন করতে হবে', বলেন সালাহউদ্দিন।
বিএনপির এই নেতা বলেন, 'শুধু জুডিশিয়ারির (বিচার বিভাগ) অধীনে প্রধান উপদেষ্টার বিষয়টি ছেড়ে দেওয়া ঠিক না। বেশিরভাগ দলই এ বিষয়ে সহমত। মেয়াদ ৯০ দিনই থাকুক সেটা আমরা চাই। তবে দৈব দুর্বিপাকে বিশেষ করে ৩০ দিন বাড়ানোর জন্য বিশেষ বিধান রাখা যেতে পারে।'
তিনি আরো বলেন, 'তত্ত্বাধায়ক সরকার গঠনে জুডিশিয়ারিকে বাদ রেখে আরো কিছু বিধান রাখার কথা বলেছি।'