সদস্যদের জন্য সেবার চার্জ ২৫ শতাংশ কমাল বিজিএমইএ

মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন বোর্ড এর সদস্যদের জন্য বিভিন্ন সেবার চার্জ ২৫ শতাংশ কমিয়েছে।
গত ২৩ জুন অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২৯ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্যদের বিষয়টি জনিয়েছে বিজিএমইএ। এ সিদ্ধান্ত আগামী জুলাই থেকে কার্যকর হবে।
বর্তমানে বিজিএমইএর প্রায় ২,৫০০ সদস্য কারখানা সংগঠনটির কাছ থেকে বিভিন্ন ধরনের সেবা নিয়ে থাকে, যার প্রতিটির জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত চার্জ দিতে হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব সেবার নির্ধারিত ফি ২৫ শতাংশ কমানো হয়েছে।
বিজিএমইএর সেবার তালিকায় রয়েছে—আলটারনেটিভ ক্যাশ ইনসেনটিভ, ০.৩০ শতাংশ বিশেষ ক্যাশ ইনসেনটিভ, নতুন বাজার সম্প্রসারণ সহায়তার সনদ, এসএমই সার্টিফিকেট, কাঁচামাল আমদানির জন্য ইউটিলিটি ডিক্লারেশন (ইউডি), ইউডি সংশোধন, রপ্তানি পণ্যের সার্ভিস চার্জ (প্রতি ডজন) এবং এক্সপোর্ট পারমিশন ফি।
এসব সেবার জন্য ফি দিতে হয় ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া, পোশাক রপ্তানিতে ডজনপ্রতি সার্ভিস চার্জ ১২ পয়সা থেকে ৪০ পয়সা পর্যন্ত।
নির্বাচনের আগে সার্ভিস চার্জ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহমুদ হাসান খান বাবু। সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম বোর্ড সভাতেই তার নেতৃত্বাধীন বোর্ড সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো।