খালেদা জিয়ার মৃত্যু: বুধবার পোশাক কারখানায় ছুটি ঘোষণা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ পৃথকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে।
বিজিএমইএ এক বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সরকারের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিজিএমইএ তাদের সদস্যভুক্ত সব পোশাক শিল্প কারখানায় বুধবার (৩১ ডিসেম্বর) ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বিকেএমইএ-এর সদস্যভুক্ত সব কারখানা ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে।'
তিনি আরও বলেন, 'সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে কারখানা বন্ধ রাখা বাধ্যতামূলক নয়। তবে সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।'
এদিকে বিজেএমএই সদস্যভুক্ত কারখানার ৩১ ডিসেম্বর কারখানা বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়ে চিঠি লিখেছে। চিঠিতে বলা হয়েছে যে, শিল্প কলকারখানার ক্ষেত্রে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম আইন বিধিমালা, ২০১৫ এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে উক্ত বছরের নির্ধারিত ছুটি পূর্ব থেকেই নির্ধারণ করা থাকে। সরকারের ঘোষিত অন্যান্য ছুটি সাধারণত শিল্প কলকারখানার জন্য প্রযোজ্য নয়। তবে, বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে বিজিএমইএ তাদের সদস্যভুক্ত সকল পোশাক শিল্প প্রতিষ্ঠানে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ (বুধবার) ১ দিনের সাধারণ ছুটি ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এ চিঠিতে।
উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়ভাবে শোক পালন করা হচ্ছে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
