যুক্তরাজ্যে সাইফুজ্জামানের জব্দ সম্পদের মূল্য ১,০২৫ কোটি টাকা: দুদক

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের জব্দকৃত ৩৪৩টি ফ্ল্যাটের আনুমানিক মূল্য ৭৩ দশমিক ১৫ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৫ কোটি টাকা। এছাড়া তার ব্যাংক আমানতের পরিমাণ ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড, যা প্রায় ৩৫ কোটি টাকার সমপরিমাণ।
সোমবার (১৬ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) সঙ্গে দুদকের বৈঠক হয়। বৈঠকে যেসব ব্যক্তি সম্পদ পাচার করেছেন, তাদের একটি প্রাথমিক তালিকা এনসিএর সঙ্গে শেয়ার করা হয়। এর ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রীর বিপুল সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে।
দুদক চেয়ারম্যান জানান, বিজ্ঞ আদালতের ১৬ অক্টোবর ২০২৪ তারিখের আদেশ অনুযায়ী যুক্তরাজ্যে থাকা সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ৩৪৩টি ফ্ল্যাট ও প্লট এবং তার স্বার্থসংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়। আদালতের এ আদেশ অনুযায়ী যুক্তরাজ্যের সেন্ট্রাল অথরিটির কাছে মানি লন্ডারিং অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত জেডটিএস প্রোপার্টিজ-এর মোট মূল্যই প্রায় ৭৩ দশমিক ১৫ মিলিয়ন পাউন্ড। এ ছাড়া ব্যাংকে থাকা অর্থসহ মোট সম্পদের পরিমাণ আরও বেশি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।