আমলারা এখন রাজনীতিবিদদের বলেন, ‘আমি আপনার লোক’: দুদক চেয়ারম্যান
আগে রাজনীতিবিদরা আমলাদের কাছে গেলেও এখন ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি বলেন, 'এখন আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে নতি স্বীকার করছেন এবং বলছেন, "আমি আপনার লোক''। আমলাদের এই প্রবণতা রাষ্ট্র পরিচালনার জন্য মারাত্মক হুমকি।'
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত 'রিফর্ম ট্র্যাকার' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমলাতন্ত্র ও রাজনীতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হলে রাষ্ট্রের জবাবদিহিতা ভেঙে পড়ে। এতে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়।
আমলা ও রাজনীতিবিদদের নিজ নিজ অবস্থান ও ভূমিকার নেতিবাচক পরিবর্তনের কঠোর সমালোচনা করেন তিনি।
রাষ্ট্র পরিচালনায় সংসদ সদস্যদের (এমপি) ভূমিকা প্রসঙ্গে ড. মোমেন বলেন, 'এমপিদের দায়িত্ব ও ক্ষমতার সীমা স্পষ্ট না থাকায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। তাদের দায়িত্ব স্পষ্ট করতে হবে। একজনকে সব কাজের এখতিয়ার দিয়ে দিলে, তিনি অনিয়ম করবেনই—এটাই স্বাভাবিক।'
বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে সতর্ক করে দুদক চেয়ারম্যান বলেন, 'বিচার বিভাগের স্বাধীনতা যেন অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ক্ষমতার ভারসাম্য, দায়িত্বের সুনির্দিষ্ট সীমা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই কেবল দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে।'
অনুষ্ঠানে দুদক সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবতা নিয়েও কথা বলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, দুদক সংস্কার কমিশনের ৪৭টি সুপারিশের মধ্যে ৪২টিই আইনগত বিষয়। এর মধ্যে দুদক একটি সুপারিশ বাস্তবায়ন করেছে।
কমিশনের সুপারিশের বাস্তবভিত্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'সুপারিশ অনুযায়ী লোকবল নিয়োগ দিতে বলা হয়েছে, কিন্তু বর্তমানে দুদকে নতুন করে দুজন মানুষ বসানোর মতোও জায়গা নেই। কমিশনের সুপারিশগুলো কতটা বাস্তবসম্মত, সেটাও দেখার বিষয়।'
