মাঝ স্টেশনে ইঞ্জিন বিকল, আটকা পড়েছে কক্সবাজার এক্সপ্রেস

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ আড়াই ঘন্টার বেশি সময় ধরে স্টেশনে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী আট শতাধিক যাত্রী।
আজ রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ে বলে জানান কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী।
তিনি জানিয়েছেন, ট্রেনটিতে ২৩টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী অবস্থান করছেন।
ট্রেনটির সংশ্লিষ্টদের বরাতে গোলাম রব্বানী জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌনে ১টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকা পড়েছে।
মূলত ট্রেনের ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
আইকনিক স্টেশন ম্যানেজার বলেন, "কক্সবাজার স্টেশনে কোন ধরনের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইঞ্জিন নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনের দিকে রওনা দিয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে রিলিফ ট্রেনটি লোহাগড়া স্টেশন অতিক্রম করেছে।"
বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে বলে জানান মোহাম্মদ গোলাম রব্বানী।