হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদন; ট্রাইব্যুনাল বললেন, ‘ট্রেন ছেড়ে গেছে, ওঠার সুযোগ নেই’

জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে চেয়েছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
তার এই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মন্তব্য করেছেন, 'ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।'
মঙ্গলবার (১২ আগস্ট) এ মন্তব্য করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ জানান, শেখ হাসিনার পক্ষে ইতোমধ্যেই রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।
এর আগে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন দাখিল করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
ট্রাইব্যুনালের শুনানি শেষে জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'জেড আই খান পান্না পলাতক শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই (যেই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য চলমান) করার জন্য নাজনিন নাহার নামের এক আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন দাখিল করেন। ট্রাইব্যুনাল সেই আবেদনের বিষয়ে বলেন যে আইনে এরকম সুযোগ নেই।'
তিনি বলেন, 'পলাতক আসামির পক্ষে আইনজীবী কে হবেন সেটি নিয়োগে এখতিয়ার একমাত্র ট্রাইব্যুনালের। আইনগতভাবে জেড আই খান পান্না পলাতক হাসিনার পক্ষে আইনজীবী হতে পারবেন না। আর এই মামলায় ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য এই আবেদন গ্রহণযোগ্য নয় বলে ট্রাইব্যুনাল আদেশ দেন।'
তিনি আরও বলেন, 'তবে ট্রাইব্যুনাল বলেছেন যে যেহেতু জেড আই খান পান্না একজন জ্যেষ্ঠ আইনজীবী, তাই তাকে অন্য কোনো মামলায় পলাতক আসামির পক্ষে ট্রাইব্যুনালে নিয়োগের বিষয়টি পরবর্র্তীতে বিবেচনা করা হবে।'