গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে সিগন্যালের ভুলে ব্রডগেজ লাইন থেকে মিটারগেজ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি জয়দেবপুর রেল ক্রসিংয়ে আটকে থাকায় জয়দেবপুর-শিববাড়ি-রাজবাড়ী-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, 'পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ব্রডগেজ লাইন ট্রেন। ট্রেনটি জয়দেবপুর স্টেশনে প্রবেশেল আগ মুহূর্তে লাইন পরিবর্তনের সময় ভুল সিগন্যালের কারণে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।'
তিনি বলেন, 'এ কারণে ঢাকার সঙ্গে ময়মনসিংহ এবং রাজশাহী রুটের একটি লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। অপরদিকে, ঢাকা-জয়দেবপুর রেল লাইনের ডুয়েল গেজ ডাবল রেল লাইনের একটি লাইন বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ব্রডগেজ ট্রেন বিকল্প উপায়ে চলাচল করতে পারবে।'
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করার পর উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হবে।'
এদিকে, ট্রেনটি জয়দেবপুর রেল ক্রসিংয়ে আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন এ সড়ক ব্যবহারকারীরা।