২ সপ্তাহ পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বহির্বিভাগে চিকিৎসাসেবা পুনরায় চালু

দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে পুনরায় চিকিৎসাসেবা চালু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টা থেকে হাসপাতালের বহির্বিভাগে রোগীদের টিকিট বিতরণ শুরু হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যেই শত শত রোগীকে চিকিৎসা নিতে বহির্বিভাগে অপেক্ষা করতে দেখা যায়।
গত ২৮ মে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) 'জুলাই অভ্যুত্থানে আহতদের' একটি গ্রুপ এবং হাসপাতালের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
ফলে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ভর্তি থাকা রোগীরাও হাসপাতাল ছেড়ে চলে যান।
৪ জুন থেকে হাসপাতালের জরুরি বিভাগে সীমিত পরিসরে জরুরি চিকিৎসাসেবা পুনরায় শুরু হয়। গতকাল (১১ জুন) অন্তত ৮০ জন রোগী এই বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।
জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও নার্সরা জানান, গতকাল সেখানে পাঁচজন রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে অন্তত ৩০ জন রোগী ভর্তি রয়েছেন বলেও তারা জানান।
হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আরও জানান, আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।