সম্পর্কের উন্নতি হওয়ায় ভারত ও চীনে পুনরায় সরাসরি ফ্লাইট চালু
ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট আবার শুরু হয়েছে। এটি দুই দেশের সম্পর্কের মধ্যে বিদ্যমান শীতলতা কমার ইঙ্গিত দিচ্ছে। খবর বিবিসির।
সোমবার কলকাতা থেকে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি ফ্লাইট ৬ই ১৭০৩ প্রায় ১৮০ যাত্রী নিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝৌতে পৌঁছায়।
দুই দেশের মধ্যে উড়োজাহাজ চলাচল প্রথমে ২০২০ সালের শুরুতে কোভিড মহামারির সময় স্থগিত করা হয়। পরে হিমালয় সীমান্ত অঞ্চলে একটি বিতর্কিত প্রাণঘাতী সংঘর্ষের পর উত্তেজনা বাড়ায় উড়োজাহাজ চলাচল পুনরায় আর চালু হয়নি।
কিন্তু দুই দেশ তাদের সম্পর্ক ধীরে ধীরে পুনর্নির্মাণ করছে এবং গত বছর তারা সীমান্ত পাহারার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত আগস্টে চীনে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সফর করেন। একই মাসে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেন।
ভারতীয় সরকার জানিয়েছে, উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হলে 'মানুষের সঙ্গে মানুষের সংযোগ' সহজ হবে এবং 'দুই দেশের পারস্পরিক বিনিময়ের ধাপে ধাপে স্বাভাবিকীকরণ' সম্ভব হবে।
ভারত চীনা পর্যটকদের জন্য ভিসা অনুমোদন দেওয়াও পুনরায় শুরু করেছে।
রোববার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো যাত্রীরা চেক-ইন করার সময় এয়ারলাইন স্টাফরা সরাসরি উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হওয়া উদযাপন করতে পিতলের প্রদ্বীপ জ্বালান।
একজন সিনিয়র চীনা কনস্যুলার কর্মকর্তা চিন ইয়ং, সাংবাদিকদের বলেন, এটি 'ভারত-চীন সম্পর্কের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন'।
একজন যাত্রী বলেন, সরাসরি ফ্লাইট লজিস্টিক সহযোগিতা বাড়াবে এবং যাত্রার সময় কমাবে।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স নভেম্বর মাসে শাংহাই এবং দিল্লির মধ্যে একটি ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে।
