‘ম্যাডলিন’ জাহাজ জব্দ: ইসরায়েলি বর্বরতার নিন্দা জানাল গণতান্ত্রিক অধিকার কমিটি

আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন'-এ ইসরায়েলি বাহিনীর তৎপরতা এবং সুইডেন, ফ্রান্স, ইতালি ও তুরস্কসহ বিভিন্ন দেশের ১২ জন কর্মীর অপহরণকে ইসরায়েলি যুদ্ধাপরাধের অংশ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার কমিটি।
কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, 'জাতিসংঘ ইতোমধ্যে জানিয়েছে, গাজার পুরো জনগণ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এই প্রেক্ষাপটে ম্যাডলিন জাহাজ মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। তবুও ইসরায়েল এই জাহাজ জব্দ করে কর্মীদের অপহরণ করেছে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে তারা জাহাজে থাকা মানবধিকার কর্মীদের দেশে ফেরত পাঠাবে। তবে এই ঘটনা বহু বছরের যুদ্ধাপরাধেরই ধারাবাহিকতা।'
গণতান্ত্রিক অধিকার কমিটি জানায়, 'জায়নবাদী এই ফ্যাসিস্ট শাসন এখন বিশ্বের প্রধান সন্ত্রাসী। তারা গাজায় মানবতার বিরুদ্ধে অবরোধ চাপিয়েছে। আমরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই—নিজ নিজ সরকারের ওপর চাপ তৈরি করুন যাতে ইসরায়েল ও তার বাণিজ্যের বিরুদ্ধে পাল্টা অবরোধ আরোপ করা হয়।'
তারা আরও জানায়, "বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমরাও ইসরায়েলি শাসন ব্যবস্থাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করি।"
কমিটি ইসরায়েলি জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে। বিবৃতিতে বলা হয়, 'ইসরায়েলি সরকার তাদের নিজস্ব জনগণের ওপরও নিপীড়ন চালাচ্ছে। যদি আপনারা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দাঁড়ান, আমরা আপনাদের পাশে থাকব।'
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিও তারা আহ্বান জানিয়েছে, ইসরায়েলের চলমান অপরাধের তীব্র নিন্দা জানাতে।
বিবৃতিতে বলা হয়, 'কোনো শক্তি চিরদিন মানবতার বিরুদ্ধে থাকতে পারে না, স্বাধীনতাকামীদের মুক্তি চিরদিন আটকে রাখতে পারে না। একদিন ফিলিস্তিন মুক্ত হবেই। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।'