এপ্রিলে নির্বাচন সম্ভব নয়, ডিসেম্বরের মধ্যেই হতে হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়।
সোমবার (৯ জুন) কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে হবে।
সালাহউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার-নির্ধারিত নির্বাচনি সময়ে পরিবেশগত পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা এবং রমজান মাসের কারণে জাতীয় নির্বাচন কোনোভাবেই উপযুক্ত নয়।
তিনি আরও বলেন, ওই সময়ে দেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। 'পরীক্ষা চলাকালীন কোনো নির্বাচনি প্রচারণা করা যাবে না, সেটা যৌত্তিক।'
নির্বাচনী তফসিল ঘোষণার পর ৪৫ দিন সময় থাকে এবং এর অর্ধেক রমজান মাসেই পড়বে, তাই তখন নির্বাচন আয়োজন করা অসম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
তারেকের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন
সালাহউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে গেছেন।
কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা সবাই তার নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। বাংলাদেশে আর কখনও কোনো ফ্যাসিস্ট যাতে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। সে কারণে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগিরই সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার কথা এখনো বলে যাচ্ছি।'