করোনা ঝুঁকি মোকাবিলায় মেট্রোরেল যাত্রীদের মাস্ক পরার আহ্বান

কোভিড সংক্রমণ এড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছে।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে গতকাল রোববার (৮ জুন) ঈদুল আজহার ছুটি শেষে ফেরার পথে ট্রেন যাত্রীদেরও মাস্ক পরার আহ্বান জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।
এদিকে পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া ওইসব দেশে ভ্রমণ না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
একই সঙ্গে করোনার ঝুঁকি মোকাবিলায় দেশের সব স্থল, নৌ এবং বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিং ও নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ১২.২০ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু'দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।