কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ

কোভিড-১৯ সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় দীর্ঘদিন পর জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার নির্দেশনা জারি করেছে সরকার।
আজ শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।'
বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় একজনও করোনা আক্রান্ত হননি এবং কোনো মৃত্যুও হয়নি। আর এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জন। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের। আর সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন।
এর আগে বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন এবং তিনজন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর, ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিনে সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।