ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
শেষ পর্যন্ত টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের বেতন প্যাকেজের অনুমোদন পেয়েছেন ইলন মাস্ক।
প্রায় ৮৭৮ বিলিয়ন ডলারের এই প্যাকেজ অনুমোদনের মাধ্যমে টেসলার শেয়ারহোল্ডাররা মূলত মাস্কের সেই ভবিষ্যৎ পরিকল্পনার পক্ষেই রায় দিলেন, যেখানে টেসলা শুধু গাড়ি নির্মাতা হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকস খাতে একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশেরও বেশি শেয়ারহোল্ডার এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলাফল ঘোষণার পর ইলন মাস্ক রোবটকে সঙ্গে নিয়ে মঞ্চে প্রবেশ করেন।
এই প্যাকেজের আওতায় আগামী দশ বছরে মাস্ক প্রায় ১ ট্রিলিয়ন ডলারের শেয়ার পেতে পারেন, যদিও কর ও অন্যান্য বিষয় বাদ দিয়ে এর প্রকৃত অর্থমূল্য দাঁড়াবে ৮৭৮ বিলিয়ন ডলার।
এই ভোট টেসলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ কোম্পানির বর্তমান মূল্যায়ন দাঁড়িয়ে আছে স্বচালিত গাড়ি, রোবোট্যাক্সি নেটওয়ার্ক এবং মানবাকৃতির রোবট তৈরির মতো মাস্কের উচ্চাভিলাষী পরিকল্পনার ওপর।
যদিও তার রাজনৈতিক মন্তব্য ও বিতর্কিত কার্যকলাপ টেসলার ব্র্যান্ড ইমেজের কিছুটা ক্ষতি করেছে, শেয়ারহোল্ডাররা শেষ পর্যন্ত তার নেতৃত্বের ওপরই ভরসা রেখেছেন।
যদিও কোম্পানির পরিচালনা পর্ষদ আগেই সতর্ক করেছিল, এই বেতন প্যাকেজ অনুমোদিত না হলে মাস্ক টেসলা ছেড়েও যেতে পারেন।
নরওয়ের সার্বভৌম তহবিলসহ কিছু প্রভাবশালী বিনিয়োগকারী ও পরামর্শক প্রতিষ্ঠান এই প্যাকেজকে 'অতিরিক্ত ব্যয়বহুল' বলে বিরোধিতা করেছিল। তবে সমর্থকদের মতে, মাস্ককে কোম্পানিতে ধরে রাখতে এবং শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে এই প্যাকেজ জরুরি।
তবে এবারের সভায় শুধু মাস্কের বেতনই নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। শেয়ারহোল্ডাররা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক স্টার্টআপ 'এক্সএআই' (xAI)-এ টেসলার বিনিয়োগের পক্ষে ভোট দিয়েছেন।
যদিও বিশ্লেষকরা বলছেন, মাস্কের একাধিক কোম্পানির মধ্যে স্বার্থের সংঘাত এড়াতে পরিচালনা পর্ষদকে এই বিনিয়োগের বিষয়ে সতর্কভাবে তদারকি করতে হবে।
এই ভোটের ফলাফল শেয়ারহোল্ডারদের সেই উদ্বেগও প্রশমিত করেছে যে, মাস্ক হয়তো স্পেসএক্স বা এক্সএআই-এর মতো তার অন্য কোম্পানিগুলোর দিকে বেশি মনোযোগ দেবেন।
এখন নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করলেই কেবল মাস্ক এই বিপুল অঙ্কের অর্থ পাবেন, যা দীর্ঘ মেয়াদে টেসলার আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এর ফলে শেয়ারের সংখ্যা বেড়ে গিয়ে এর দাম কমে যাওয়ার একটি ঝুঁকিও থেকে যাচ্ছে।
সময়ই বলে দেবে, এই বিশাল বাজি টেসলাকে কোন পথে নিয়ে যায়।
