ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব: ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সালাহউদ্দিন

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে আজ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, 'আমরা আবারও বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। সংবিধান সংশোধন ব্যতীত বাকি সবগুলো সংস্কার আগামী এক মাসের মধ্যে সম্ভব এবং কীভাবে সম্ভব সেটা আমরা দেখিয়েছি।'
নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটিও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখলাম প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত।
তিনি আরও বলেন, 'আমরা আশা করি, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবেন এবং ব্যক্তিগত আবেগ বা পক্ষপাত থেকে নিজেকে মুক্ত রাখবেন। জাতি তার কাছ থেকে নির্ভেজাল নিরপেক্ষতা প্রত্যাশা করেন।'
সালাহউদ্দিন বলেন, 'আমরা বলেছি সংস্কার কমিশন যথেষ্ট সময় অতিবাহিত করেছে। আমরা সংস্কার কমিশনের বিস্তারিত রিপোর্ট অনুযায়ী বিস্তারিত মতামত দিয়েছি। আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি, কিছু বিষয়ে আংশিক একমত হয়েছি। হয়তো আমরা জাতীয়ভাবে সবগুলো বিষয়ে একমত হতে পারব না, এটাই গণতন্ত্রের বিউটি। আমরা সেটাই গ্রহণ করবো যেটা জাতীর জন্য কল্যাণকর এবং জাতির জন্য ঐক্য গঠন হবে৷ আমরা সেসব বিষয় গ্রহণ করব যেগুলো গ্রহণ করলে এদেশের সব জনগোষ্ঠীর বিষয় চলে আসে।'
বিএনপির এই নেতা বলেন, আমার কাছে মনে হয়েছে তারা যথেষ্ট আন্তরিক, কিন্তু তারা যথেষ্ট সময়ক্ষেপণ করেছে।
এর আগে আজ বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পৌঁছায় বিএনপির প্রতিনিধিদল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্য বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ২৪ মে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, আমাদের আলোচনার মধ্যে মূল বিষয় আসছে সংস্কার, বিচার ও নির্বাচন।
তবে আজকের বৈঠকের কি নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এদিকে আজকের বৈঠক নিয়ে গত শনিবার (৩১ মে) সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, আগামী ২ জুন বিএনপিকে আলোচনার জন্য ডেকেছে অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন: 'সংস্কারের কলা দেখাচ্ছেন': ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা প্রসঙ্গে বিএনপির সালাহউদ্দিন
তিনি বলেন, 'ভাবটা আমরা বুঝছি এ রকম—আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজের কাজ নিয়ে কোনো খবর নেই।'
বিএনপির এ নেতা আরও বলেছিলেন, '২ তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে একবার উদ্বোধন করেছেন, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন। তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা আবার এটা একত্র করবেন। এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন।'