আখাউড়ায় বেড়েছে হাওড়া নদীর পানি, পানিবন্দি সাড়ে ৪০০ পরিবার

ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হাওড়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৯৪ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গতকাল রোববার রাত থেকে নতুন করে আখাউড়া উপজেলার ৩টি ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে ১৮ টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত সাড়ে ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে হাওড়া নদীর কর্নেল বাজার অংশের বাধ।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে আখাউড়া উত্তর, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে থাকে। এতে করে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্গেরচর, ইটনা, বাউতলা, কেন্দুয়াই ও আবদুল্লাহপুরসহ অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়।
এছাড়া মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় হাওড়া নদীর বাধটি ভাঙন ঝুঁকিতে পড়েছে। ভারত থেকে আসা ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে হাওড়া নদীর পানিও বাড়ছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম জানান, দুর্গতদের জন্য ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে অধিকাংশ পরিবার বাড়িতে মূল্যবান জিনিসপত্র ও গবাদি পশু ফেলে আশ্রয়কেন্দ্রে আসতে চাইছেন না। ইতোমধ্যে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও ত্রাণ সহায়তা প্রস্তুত করা হচ্ছে।